বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:
ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের কমিটির গঠন করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ সভাপতি,খবরপত্রের প্রতিনিধি সোহেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নব—গঠিত কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়েছে— দৈনিক খবর পত্র পত্রিকার সম্পাদক ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম (আকাশ) ও রিপোর্ট এক্সপ্রেস (মাল্টিমিডিয়া) এর সম্পাদক এ্যাড : এমরান হোসাইন।
শনিবার বোরহানউদ্দিন প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সিনিয়ার সহ সভাপতি নীল রতন দে (দৈনিক যুগান্তর), সহ সভাপতি আবুল বশার (দৈনিক কীর্তনখোলা), সহ সভাপতি শাহাজাদা আখন(আজকের বার্তা), সহ সভাপতি রনি ইসলাম (আমাদের বাংলা), যুগ্ম সম্পাদক কাজী আল আমিন (আজকের পরিবর্তন), যুগ্ম সম্পাদক এস,এম সোহেল (সত্যসংবাদ), সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন অনিক (হিরন্ময়), সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ ফরাজী (ঢাকা ক্যানভাস),সহ সাংগঠনিক সম্পাদক এইচ,এম ইকবাল(আজকালের খবর), দপ্তর সম্পাদক মিজানুর রহমান(ভোরের দর্পন), কোষাধ্যক্ষ মো: নুরনবী(আলোচিত কন্ঠ), মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার শিলা(দৈনিক নতুন আলো), এ্যাড:মাহাবুব আলম(আজকের ভোলা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম আকাশ(আজকের পত্রিকা), সমাজ কল্যান সম্পাদক মো: হাসনাইন(তৃতীয়মাত্রা) ধর্ম বিষয়ক সম্পাদক আশিকুর রহমান পন্ডিত(আমাদের অর্থনীতি), কার্যকরী সদস্য এম,এ আকরাম(মুক্তির লড়াই, সাগর চৌধুরী(ওয়াল্ড নিউজ৩৬০), সহিদুল ইসলাম(দৈনিক আজকাল, এইচ. এ. শরীফ (কালবেলা), এমএইচ মোর্শেদ(সিএনএনটিভি), জহিরুল ইসলাম বাপ্পি(সংগ্রাম প্রতিদিন), কবির হোসেন(প্রেজেন্ট টাইমস), সফিকুল ইসলাম সবুজ(বাংলাদেশ আপডেট), রায়হান পারভেজ(মুক্তির সমাচার), মহিউদ্দিন আজিম(আনন্দটিভি),মোরশেদ আলম ভূইয়া(তারুনেরবার্তা), মো: মমিন(প্রতিদিনের সংবাদ), গাজীতাহের লিটন(দখিনের সময়) কে নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন