নিউজ ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে চরফ্যাসন উপজেলা সমিতি, ঢাকা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে চরফ্যাশন উপজেলা সমিতির ঢাকার নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ পারভেজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া, এডভোকেট আবদুল বাছেত শামীম, মাকসুদুর রহমান রিপন, মো. মানির উদ্দিন, মোঃ রাসেল, জাওয়াদ আহনাফ, মোঃ কামাল হোসেন, মোঃ নাদিম হোসেন খাঁন, মোঃ হাছনাইন আফনান, মোঃ ইউসুফ শরীফ, মোঃ শাকিবুল হাসান, নাদিম মাহমুদ অনিক, মেহেদী হাসান সিহাব, মাহমুদুল হাসান রিফাত, মো. হোজাইফা, মোঃরফিকুল ইসলাম,মোঃ জামাল হাংলাদার আজিজ,মুহাইমিন উদ্দিন ওমাফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগ ও গৌরবের দিন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন