নিজস্ব প্রতিবেদক।। রাতের আধারে কৃষকের ক্ষেতের করলা ক্ষেত বিনষ্ট করে ফেলেছে দুবৃত্তরা। এতে ওই কৃষকের ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কে বা কারা এ কাজ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেনা ক্ষতিগ্রস্ত কৃষক।
এদিকে, কষ্টার্জিত ফসল হারিয়ে চরম হতাশায় ভুগছেন কৃষক আঃ মজিদ হাওলাদার।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাতের যে কোন সময় ভোলা ও বরিশাল সীমমান্তবর্তী গাগুরিয়া চরে এ অমানবিক ঘটনা ঘটে। সব হারিয়ে নিঃস্ব হতে চলছেন কৃষদ মজিদ।
ক্ষতিগ্রস্ত কৃষক আঃ মজিদ বলেন, এ বছর রবি মৌসুমে তিনি ৫লাখ টাকা খরচ করে ৪ একর জমি লগ্নি করেছেন। যারমধ্যে ৩ একর জমিতে রেখা এবং ১ একর জমিতে করলার আবাদ করেছেন।
যারমধ্যে ৩৫ হাজার টাকার করলা স্থানীয় বাজারে বিক্রি করেছেন। অবশিষ্ট ২ লাখ টাকার করলা ক্ষেতে বিক্রির জন্য অপেক্ষমান ছিলো।
কিন্তু রাতের আধারে দুবৃত্ত চক্র ক্ষতে হানা দিয়ে এক একর জমির করল ক্ষেত নস্ট করে দিয়েছে।
এনজিও এবং ধারদেনা করে জমির আবাদ করে এখন ঋন পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মজিদের বাড়ি ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামে। ৩০ বছর ধরে কৃষি কাজের ওপর নির্ভরশীল তিরি।
পরিবারের ৬ সদস্যের ভরন পোশন চলতো কৃষির উৎপাদিত ফসল বিক্রির টাকা দিয়ে। কিন্তু তার সে স্বপ্ন ভেঙে চুরমান করে দিয়েছে দুবৃর্ত্ত চক্র।
স্থানীয় কৃষক জামাল উদ্দিন, শাহিন ও আলাউদ্দিন বলেন, এটি অমানবিক ঘটনা, চরের কখনই এমন ঘটেনা ঘটেনি। যারাই এর সাথে জড়িত তাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
এ ব্যাপারে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস খান বলেন, খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত পরিদর্শন করেছি, তিনি আইনি সহায়তা চেয়েছেন। তাকে আমরা সহায়তা করবো’। মজিদ একজন ভালো কৃষক।
উল্লেখ্য, ভোলা ও মেহেন্দগঞ্চের সীমান্তবর্তী গাগুরিয়া চরে এ বছর ২৫০ হেক্টর জমিতে রবিশস্যের আবাদ হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন