টিপু সুলতান।। ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ভোলার সরকারী স্কুল মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে এ দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা বিজেপি, ভোলা প্রেসক্লাব, কোস্ট গার্ড, ভোলা আইনজীবী সমিতি, ভোলা পাসপোর্ট অফিস, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিসা, এলজিইডি, ভোলা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিক্ষক সমিতি, ভোলা স্থাস্থ্য বিভাগসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন ফুল দিয়ে দিবসটি পালন করে।
দিবসটিকে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন, জেলা জেলা বিএনপিসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা। ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারকে সজ্জিত করা হয়েছে নানান রংয়ে। ফুল দেয়ার জন্য রাত ১০টা থেকে রাত ১২টা ১মিনিট পর্যন্ত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের লোকজন সরকারী স্কুল মাঠে অবস্থান করতে থাকেন।
শহীদদের স্মরণে প্রথমে ফুল দেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তার পরে পর্যায়ক্রমে জেলা বিএনপি,জেলা বিজেপি ভোলা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বেচ্ছাসেবক দল, ভোলা ছাত্রদল, আইনজীবী সমিতি, ভোলা স্কাউটস, এলজিইডিসহ রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক এবং সরকারী-বেসরকারী সংস্থা। শহীদ মিনারে ফুল দেয়ার পর মাঠে অবস্থিত সকল অঙ্গ-সংগঠনের লোকজনদেরকে নিয়ে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
অন্যদিকে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
ভোলা নিউজ /টিপু সুলতান
মন্তব্য করুন