ভোলা নিউজ বিশেষ প্রতিনিধি,
মোঃ নুরুল আহাদ তসলিম । আজ ২১ শে ফেব্রুয়ারি, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে।১২:০১ মিনিটের সময় তজুমদ্দিন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তজুমদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষে তজুমদ্দিন উপজেলা নিবার্হী অফিসার জনাব শুভদেব নাথ।এর পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ সহ সব জনের জন্য উন্মুক্ত করা হয়। সকালে সূর্য উদয়ের সাথে সাথে প্রভাত ফেরী তজুমদ্দিন উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার হয়ে আবার উপজেলা চত্বরে শেষ হয়।
পরে ২১ শে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।তজুমদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ছিদ্দিকুর রহমান।সমাজ সেবা কর্মকর্তা তজুমদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শুভদেব নাথ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা মিন্টু, আহ্বায়ক তজুমদ্দিন উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবদুর রব,আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ গোলাম সরোয়ার আলম।বিশেষ অতিথি ছিলেন আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস সভাপতি জনাব মাওলানা মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোঃ ওমর আসাদ রিন্টু, সদস্য সচিব বিএনপি তজুমদ্দিন উপজেলা শাখা। নাগরিক অধিকার কমিটির সমন্বয়ক তজুমদ্দিন উপজেলা শাখা জনাব মোঃ হাসনাইন তানভীর
নুরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও তজুমদ্দিন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি জনাব মোঃ আমিনুল রহমান। তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক জনাব মীর সাইদুল হক মুরাদ। বক্তব্যের মধ্যে উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস। আমরা বাঙ্গালী জাতি ভাষার জন্য গৌরবান্বিত। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই। মায়ের ভাষা আমাদের মাতৃভাষা বাংলা কে লালন পালন করতে হবে সঠিকভাবে
তাহলেই শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা সার্থক হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন