ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং তার আপন ছোট ভাই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) ভোররাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের সমন্বয়ে শহরের কালীবাড়ি রোডস্থ তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। পরে রাতেই তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন