ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, নদী ভাঙ্গনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করা হয়।
পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড ভোলা বিআইডব্লিউটিএ’র পরিদর্শকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত ৩৭ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন