চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন পৌরসভা সূত্রে জানা গেছে, যানজট নিরসনে সদর থেকে দুই কিলোমিটার দূরে পৌরসভার অর্থায়নে তিন একর জমির ওপর বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালের জুলাই মাসে টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়, শেষ হয় ২০১৮ সালে। ওই বছরের ২ আগস্ট বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়। আধুনিক মানের এ টার্মিনালে সাড়ে ৭ হাজার বর্গফুটের উন্নত মানের কাচঘেরা তিনতলা ভবন। সেখানে যাত্রীদের বিশ্রামাগার ছাড়াও ভিআইপি বিশ্রামাগার, রেস্টুরেন্ট, মসজিদ, হলরুম, চায়ের স্টল, পর্যাপ্ত শৌচাগারসহ প্রত্যেক রুটের জন্য পৃথক টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনের পর থেকেই বিভিন্ন রুটে প্রতিদিন দুই শতাধিক বাস চলাচল করত। বাস মালিকদের সূত্রে জানা যায়, চরফ্যাশন ভোলা-বরিশাল, চট্টগ্রামসহ উপজেলার দক্ষিণ আইচা, দুলারহাট, চেয়ারম্যান বাজারের বিভিন্ন রুটে এসব বাস চলাচল করত। ৫ আগস্টের পর থেকে এগুলো শহরের বাজার এলাকায় পুরোনো স্টেশন ব্যবহার করেছে। এতে হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন
সরেজমিন দেখা যায়, বাস আসা-যাওয়া না থাকায় নিস্তব্ধ হয়ে পড়েছে এই টার্মিনালটি। নষ্ট হচ্ছে অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ আসবাব। টার্মিনালের চারপাশসহ মূল ভবনের বেশকিছু স্থানে ময়লা-আবর্জনা ফেলছে মানুষ। জমে আছে ময়লার স্তূপ। টিকিট কাউন্টারগুলোতে জমেছে ধুলো। এদিকে সদর বাজারের সড়কজুড়ে বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে দেখা দিয়েছে যানজট। ফলে ঘটছে দুর্ঘটনা। এতে পথচারীদের পাশাপাশি বিপাকে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মো. শাহারিয়ার জানান, বাস টার্মিনাল চালু হওয়ার পর বাজার ছিল যানজটমুক্ত। বাজারের ভেতরে দুটি স্টেশনজুড়ে বাস রাখা এবং যাত্রী ওঠানামা করার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে বিপাকে পড়েছে বাজারের ব্যবসায়ীসহ পথচারীরা। বাস মালিক সমিতির খামখেয়ালির জন্য এমনটা হয়েছে। টার্মিনালে বাস ফিরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
অবশ্য বাস মালিক সমিতির চরফ্যাশন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সবুজ মিয়া জানালেন অন্যকথা। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এতে সদর থেকে অটোরিকশায় টার্মিনাল যেতে যাত্রীদের অতিরিক্ত ৫০ টাকা গুনতে হয়। অনেক সময় ছিনতাইয়ের ঘটনাও ঘটে। সবদিক বিবেচনা করে পৌরসদর বাজারসংলগ্ন স্ট্যান্ডেই বাস রেখে সব রুটে চলাচল করছে।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, বাস টার্মিনাল বন্ধ থাকায় ওই এলাকায় অপরাধ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই রাতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথি বলেন, পৌরসভা থেকে বাস মালিক সমিতির সঙ্গে টার্মিনালে বাস স্থানান্তরে আলোচনা চলছে
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন