ভোলা নিউজ ডেস্ক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের মাঝে জরিমানা করে টাকা হাতিয়ে নেন দুই প্রতারক। ভুয়া ম্যাজিস্ট্রেট শুভকে প্রতারণায় সহায়তা করেন স্থানীয় হাসান নগরের আনসার সদস্য হারুনুর রশিদ। অভিযোগকারী ব্যবসায়ী আলমগীর জানান, আনসার সদস্য হারুনসহ ২টি মটোর সাইকল গতকাল ১২ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে হঠাৎ বাজারে প্রবেশ করে এবং ওই সময় পুরো বাজারে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে আনসার সদস্য হারুন ভূয়া মেজিষ্ট্রেট শুভকে বিভিন্ন দোকানে নিয়ে গিয়ে পন্য যাচাই করে ও জরিমানা করে। ব্যবসায়ী আলমগীর আরো বলেন, আমার কাছে টাকা ছিলো না আমি ভয়ে ধার নিয়ে ২০০০ টাকা জরিমানা দিয়েছি।
এক পর্যায়ে স্থানীয় সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে জানা যায়, শুভ নামক কোন ম্যাজিস্ট্রেট ভোলায় নাই, বিষয়টি সম্পূর্ন প্রতারণা।
পুরো বিষয়গুলো নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।প্রতারণার বিষয়টি নিয়ে চেয়ারম্যান বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
প্রতারণার বিষয়টি নিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট শুভকে (01311189119) ফোন করলে প্রতারক শুভ জানান, তিনি বোরহানউদ্দিন উপজেলার ইনকাম ট্যাক্স অফিসের ফিল্ড অফিসার। উল্লেখ্য যে, বোরহানউদ্দিন উপজেলায় কোন ইনকাম ট্যাক্স অফিস নেই। এমন ভোলা জেলা কর বিভাগের কোন কর্মকর্তা শুভকে চিনেন না।
বিষয়টি নিয়ে ভোলা আয়কর বিভাগের উপ কমিশনার নুরুল ইসলাম জানান, শুভ নিঃসন্দেহে প্রতারক, আয় কর অফিস ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করতে পারে না, ওনাকে খুব শিগগিরই আইনের আওতায়ন হবে।।
প্রতারক শুভর কর্মকান্ড নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুজ্জামান জানান, বিষয়টি নিয়ে আমার নজরে এসেছে, আমাকে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করেছেন। আমি ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশনা প্রদান করেছি।
অভিযুক্ত আনসারের হারুনের বিষয়ে উপজেলা আনসার কর্মকর্তা জানান, অভিযুক্ত হারুনকে আগামীকাল ডাকা হবে, অপকর্মে জন্য হারুনকে শাস্তি আওয়াতায় আনা হবে।
বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন ওসি জানান ঘটনাটি নিয়ে আমাদের অনুসন্ধান চলছে, আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিয় পাঠক ঘটনাটি নিয়ে চলছে আমাদের আরো অনুসন্ধান আসছে বিস্তারিত দ্বিতীয় পর্বে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন