ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:: ভোলার তজুমুদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই চোর হলেন-উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল গ্রামের মো. আমির হোসেন (২৭)। স্থানীয়রা তাদের পেশাদার গরু চোর হিসেবে চেনেন ও জানেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তজুমদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে গরু ও ঘর চুরির উপদ্রব বেড়েছে। যাঁর কারনে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে রাত জেগে চোর পাহারা দিতেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাতে ওই দুই চোর গরু চুরি করে যাওয়ার পথে স্থানীয়রা তাদেরকে আটকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ দু’টির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন