নিউজ ডেস্ক।।
ভোলার মেঘনা নদীতে বলগেটকে পথ দেখানোর নামে চাঁদাবাজী করার সময় শ্রমিক ফেডারেশনের ৪ ব্যক্তিকে আটক করেছেন ভোলা পূর্ব ইলিশার নৌ-পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে মেঘনার রামদাসপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, ভোলার মেঘনা নদীতে বলগেট থেকে চাঁদাবাজী করছে কতিপয় ব্যক্তি এমন তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে রামদাসপুর এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশের ওসি শাহিন উদ্দিনের নেতৃত্বে একটি টিম। এ সময় শ্রমিক ফেডারেশনের ৪ চাঁদাবাজকে আটক করে তারা। আটককৃতরা হলেন-শাহাবুদ্দিন, ফারুক সরদার ও হানিফ মাঝি। এরা সকলেই রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। এবং অপরজন হলেন শাকিল। তিনি ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে হারুন মাঝির ছেলে।
নৌ-থানার ওসি শাহিন উদ্দিন বলেন, মেঘনা নদীতে টহল দেওয়ার সময় খবর আসে বলগেট থেকে চাঁদা দাবি করছেন শ্রমিক ফেডারেশনের নামে কতিপয় ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে সদর থানায় হস্তান্তর করি। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।