ডেস্ক রিপোর্ট
জাতীয়তাবাদী তাতীদলের উদ্যোগে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ার) বিকেল ৫টার দিকে শিল্পকলা একাডেমীতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। তাতীদলের ভোলা শাখার আহ্বায়ক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তাতীদলের সদস্য সচিব কামাল সিকদার।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ বলেন, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী সকলকে কাজ করার আহ্বান করেন। দেশ বাঁচাও মানুষ বাচাও এই স্লোগানের মাধ্যমে মত বিনিময় সভার সমাপ্তি হয়। মতবিনিময় সভাকে পরিপূর্ণ করার লক্ষ্যে তাতীদলের কর্মী ও সদস্য দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভোলা শিল্প একাডেমি হলরুমের কক্ষগুলো।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন