ভোলা নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করে ভোলা শহর শাখা ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলা সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশ মিলিত হয় । র্যালিতে উপস্থিত ছিলেন, ভোলা শহর শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি আবদুল্লাহ আল আমিন, সেক্রেটারি হাসনাইন আহমেদসহ বিভিন্ন উপজেলা ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ১৭ বছর ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর যুলুম ও নির্যাতন করেছে। আগামী দিনে দেশে ছাত্রশিবির সকল দুর্নীতি, অনিয়ম রুখে দেবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন