নিজস্ব প্রতিবেদক
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে ভোলায় টেক্সটাইল ইনস্টিটিউট ও ব্যাংকের হাট কোঅপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন টেক্সটাইল ইনস্টিটিউট ও ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।পরে টেক্সটাইল ইনস্টিটিউটে গিয়ে বিক্ষোভ শেষ হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান