ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

 

ইব্রাহিম আকতার: ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অন্য রকম সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে খেয়াঘাট সংলগ্ন বিসিক মালিক সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‘গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি নেওয়াজ শরীফ।

বিডি ক্লিন ভোলা জেলার সমন্বয়ক শিমুল হাওলাদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলতাজের রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. রফিকুল ইসলাম, এডভোকেট এমদাদুল হাসান ইমরান, শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল সদ্দার, আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মো. মামুন রশিদ।

সভায় বক্তৃতারা বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ছাত্রসমাজ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। ছাত্রজীবনে প্রচুর ছুটি থাকে, পরীক্ষার শেষে বেশ কিছুটা দীর্ঘ সময় পাওয়া যায়। লেখাপড়ার পাশাপাশি কিছু সময় বের করেও নেওয়া সম্ভব। এভাবে প্রাপ্ত সময় কাজে লাগিয়ে ছাত্ররা জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ বা নিজের সামর্থ্যের মধ্যে জনসেবায় নিয়োজিত হতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি নেওয়াজ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল নেসা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মান্না, সাংগঠনিক সম্পাদক মো. অলিউল্লাহ খান ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুল আলম, অর্থ সম্পাদক তানভীর তারেক, সহ-অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদ আলাউদ্দিন, যুগ্ন দপ্তর বিষয়ক সম্পাদক মো. তামিম হায়দার, প্রচার সম্পাদক মো. সোহেল, যুগ্ন প্রচার সম্পাদক মো. মমিনসহ অন্যান্যরা।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE