তজুমদ্দিন হাসপাতালে টিএস এর সঙ্গে জামায়াতে ইসলামের সৌজন্যে সাক্ষাৎ।

 

তজুমদ্দিন প্রতিনিধিঃ তজুমুদ্দিন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ আজ তজুমদ্দিন হাসপাতালের টিএস ডাক্তার শাকিল সরোয়ারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এর পূর্বে জামায়েতে ইসলামের নেতৃবৃন্দ হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন ডাক্তার শাকিল সরয়ারকে বলেন, স্যার আমরা লক্ষ্য করেছি মহিলাদের ওয়ার্ডে কোন পর্দা নেই। যে কারণে মহিলাদের চলাফেরা অসুবিধা হয়। এছাড়া পর্যাপ্ত লোকবলের অভাবে রোগীদের সেবা নিতে বেগ পেতে হচ্ছে। আমরা এই সমস্যাগুলোর সমাধান চাই। এই সময় টিএস ডাক্তার শাকিল সরোয়ার তাদেরকে বলেন, আমি এখানে পহেলা আগস্ট যোগদান করেছি। হাসপাতালে মাত্র চারজন ডাক্তার রয়েছেন এবং আটজন নার্স রয়েছে। যা হাসপাতালে রোগীর তুলনায় নিতান্তই কম। অন্যান্য সেক্টরেও লোকবলের যথেষ্ট অভাব রয়েছে। হাসপাতালে আরো ডাক্তার ও স্টাফ এর প্রয়োজন। এই বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি। আসলে মূল সমস্যা হচ্ছে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এখানে যে কোন ডাক্তার দুই বছরের বেশি থাকতে চায় না। তাই আমরা এমন ডাক্তার খুঁজছি যাদের বাড়ি তজুমদ্দিনে। তাহলে ওই ডাক্তাররা আর ট্রান্সফারের সিদ্ধান্ত নেবেন না। আমরা এমন একজন ডাক্তারের সঙ্গে কথাও বলেছি তিনি তজুমদ্দিন হাসপাতালে কাজ করতে আগ্রহী। ডাক্তার মোহাম্মদ জুনায়েদ তিনি এই মুহূর্তে ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত রয়েছেন। যত দ্রুত সম্ভব আমরা তাকে তজুমদ্দিনে আনার চেষ্টা করছি। তিনি আরো আশ্বস্ত করেন আমরা রোগীদের জন্য সকল সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যে আমাদের স্টাফদের সংখ্যা বাড়ানো হবে। আমরা হাসপাতালের পরিবেশ নিয়েও কাজ করছি। আমরা হাসপাতালের আঙ্গিনায় কিছু গাছ লাগানোর চিন্তাভাবনা করেছি। এ সময় জামায়াতে ইসলামের আমীর জনাব মাওলানা মোঃ আব্দুর রব বলেন, আমরা আপনাদের গাছ সংগ্রহ এবং লাগানোর ব্যাপারে সহযোগিতা করতে পারি। এ সময় বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে ডাক্তার শাকিল সরোয়ার কে একটি অর্থসহ পবিত্র কুরআন শরীফ উপহার দেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE