ভোলায় শহীদি মার্চ পালিত

অনলাইন ডেস্ক

ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলা ইলিশ চত্ত্বরে এ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ইলিশ চত্বরে এসে পড়ো হওয়ার এরপর শহীদের মৃত্যুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে শহীদি মার্চ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ইলিশ চত্ত্বর থেকে বের হয়ে শহরের কালিনাথ বাজার, বরিশাইল্যা দালান, বাংলা স্কুল মোড় হয়ে ভোলা প্রসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা শহীদদের হত্যার বিচার ও আন্দোলনে আহতদের সুচিকিৎসার নিশ্চিতের দাবী জানিয়ে শহীদি মার্চ কর্মসূচি সমাপ্ত করেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় আনতে জীবন দিতে হয়েছে অনেকগুলো তাজা প্রাণের। আর সেই ঐতিহাসিক দিনটির ঠিক ১ মাস পর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকল শহীদদের স্মরণে ভোলায়ও শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE