স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে: পার্থ

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, লক্ষ্মীপুরে বন্যার ভয়াবহ রূপ দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে। এজন্য বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুর এসেছি।

মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বন্যাকবলিত দিঘলী ইউনিয়নের দিঘলী বাজারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি আন্দালিব রহমান পার্থ। পরে দিঘলী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE