ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন।।

ডেস্ক রিপোর্ট।। কোটা বিরোধী আন্দোলনে স্থগিত হওয়া চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর ঘোষণা করা হলেও ওই পরীক্ষায় অংশগ্রহণ না করার দাবিতে ভোলায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।ভোলা সরকারি সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, নাজিউর রহমান ডিগ্রি কলেজসহ এ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহণ করে। এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাইনা। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। এছাড়াও কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে সারাদেশে আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা এখনো হাসপাতালে রয়েছে। তাদের কথা বিবেচনা করে এইচএসসি-২৪ স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে এসএসসির রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল মূল্যায়নের দাবি জানান তারা।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE