শিক্ষানবীশ শেষে সহকারী প্রকৌশলী পদে কেন স্থায়ীকরণ হবে না: হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কর্মরত সহকারী প্রকৌশলীদের স্থায়ীকরণের কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই চাকরিতে স্থিতাবস্থা (status-quo) জারি করেন।গত সমবার (১৫ জুলাই, ২০২৪) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেনআদালতে রিটের পক্ষে শুনানিতে করেন এ্যাডভোকেট মো: মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।রিটকারী আইনজীবী মো: মনিরুল ইসলাম মিয়া বলেন, রিট পিটিশনারগন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর সহকারী প্রকৌশলী পদে ২০১৯ সালে যোগদান করেন। কিন্তু দীর্ঘ ৫ বছর অতিবাহিত করা হলে তাদের চাকরি স্থায়ী করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যাহার পরিপ্রেক্ষিতে ৪ জন সহকারী প্রকৌশলী মহামান্য হাইকোর্টে রিট অত্র পিটিশনটি দায়ের করেলে আদালত উপরোক্ত আদেশ প্রদান করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE