লালমোহনে কৃষি কর্মকর্তার বাসায় ডাকাতি, ছাড়িয়ে নিতে মৌমাছি বাহিনী প্রধানের তদবির

লালমোহন প্রতিনিধি।। ভোলা লালমোহনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসনাইনের বাসায় নেশা জাত দ্রব্য খাইয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ ও তথ্য প্রমানের ভিত্তিতে লালমোহন  থানার ওসি তাৎক্ষণিক চিহ্নিত ডাকাতদের গ্রেফতার করেন। গ্রেপ্তারের পর দেখা যায় ওই ডাকাতরা বিএনপি আমলের চিহ্নিত মৌমাছি বাহিনীর সদস্য। এরপর কৃষি কর্মকর্তাকে জিম্মি করে মৌমাছি বাহিনীর প্রধান কাউন্সিলর মাসুম ডাকাতদের ছারিয়ে নিতে ওসির সাথে দেন দরবার শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধিগ্ধ ধৃত ডাকাতরা লালমোহন থানা হেফাজতে রয়েছেন।লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে মডেল মাদ্রাসার উত্তর পাশে সবুজবাগ গলির শাহাবুদ্দিন মিয়ার দোতলা বাসায় এ ঘটনা ঘটে।ঘটনার শিকার হাসনাইন তালুকদার ওই বাসার ভাড়াটিয়া। তিনি লালমোহন কৃষি অফিসের উপ সহকারী কর্মকর্তা বলে জানা গেছে। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসায় তিনি একাই ছিলেন। এসময় ১ জন মহিলা ও ৩ জন পুরুষ কলিংবেল চেপে বাসায় ডুকে নাকে মুখে স্প্রে করে অজ্ঞান  করে ফেলে। পরে আলমিরার চাবি নিয়ে সব তছনছ করে লুটে নেই বাসার মূল্যবান সব কিছু। লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান এ ঘটনার সাথে কাউন্সিলরের ছেলেরা জড়িত। কাউন্সিলর তাদের ছাড়িয়ে নিতে এসেছেন। তবে সেখানে ডাকাতির ঘটনা ঘটে নি। ব্যবিচারের ঘটনা ঘটেছে। কৃষি কর্মকর্তার টাকা ও ফেরত দেয়া হয়েছে। উভয় পক্ষের মুচলিকা কেন হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE