মনপুরায় বহুমুখী কাওমী মাদ্রাসায় শিশু নির্যাতন, অভিযুক্ত শিক্ষক পলাতক।

 

নিউজ ডেস্ক ঃ ভোলা জেলাধীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন সংলগ্ন বহুমুখী মাদ্রাসার হিফজ বিভাগের রাহাত (১২)নামক এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঠুমকো অজুহাতে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ নেছার উদ্দিন হেফজ বিভাগের ছাত্র রাহাতকে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত রাহাত বর্তমানে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাহাত অভিযোগ করে বলেন, রাহাত তাহার শ্রেণিকক্ষে চুল আঁচড়ানোর অপরাধে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নেছার উদ্দিন, আহত রাহাতকে জালানার পাইপ দিয়ে প্রায় ২৫ টি বেত আঘাত করেন। আঘাত করা বেতটি ভেঙে গেলে উক্ত প্রধান শিক্ষকের কাছে থাকা বাশের লাঠি দ্বারা পুনরায় আবার তাকে হাতে পিঠে পায়ে ১০টি আঘাত করতে থাকে,একপর্যায়ে রাহাত গুরুতর আহত হয়ে যায়। পরবর্তীতে আহত শিক্ষার্থীর পিতা আহত রাহাতকে মনপুরা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিশুটিকে অত্যন্ত গুরুত্বের সাথে চিকিৎসা প্রদান চলছে।বিষয়টি নিয়ে মনপুরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, এ ধরনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ ফেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি আমার নজর এসেছে এ বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।উল্লেখ্য, মনপুরা উপজেলার অত্যন্ত পরিচিত উত্তর ফৈজুদ্দিন কাওমি বহুমুখী মাদ্রাসায় এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ না থাকায় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে জানা যায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE