ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু।

 

মনজু ইসলাম।।”বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এ মেলার উদ্ধোধন করেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। উপকূলীয় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ১৮ টি স্টল বসছে। যেখানে সারি সারি গাছের সমারোহ। নার্সারিগুলোতে বজন ও ফলজ গাছের সমারোহ।

বনবিভাগৈর বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান,গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মাহিদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা কৃষি কমকর্তা হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর থানার ওসি মিজান পাটোয়ারী, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সবুজ বাংলা খামারের সত্ত্বাধিকারী আলহাজ্ব ইয়ানুর রহমান বিপ্লব, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE