ছাগল কাণ্ডের ইফাত মতিউর রহমানের ছেলে— এমপি নিজাম হাজারী

 

বিশেষ প্রতিনিধিঃ সাদিক অ্যাগ্রোর ১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে সমালোচনার তুঙ্গে থাকা যুবক মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেছেন, ইফাত তার মামাতো বোনের সন্তান।ড. মো. মতিউর রহমান তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট আপীলেট ট্রাইবুনাল প্রেসিডেন্ট। ইফাত তাকে বাবা বলে পরিচয় দিলেও তিনি বিষয়টি অস্বীকার করছেন। ইফাতকে ছেলে বলে পরিচয় দিতে চাচ্ছেন না। অনলাইন জুম নিউজ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে ইফাত ছাগল কিনার বিষয়টি অস্বীকার করে বলেছেন ছাগলের ফার্ম সাদিক এগ্রো এর মালিক তার খুবই পরিচিত এবং তাদের পরিবারের কাছের মানুষ। তবে সাদিকা গুলোর মালিক জানান, ইফাত আমাদের কাছে ছাগল ছাড়াও একটি ফ্লাকবি গরুর দাম ১১ লক্ষ টাকার বিপরীতে নয় লক্ষ টাকা অ্যাডভান্স করেছে এবং একটি ভর্তি গরুর জন্য ৫০ হাজার টাকা এডভান্স করেছে। তবে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়াতে ইফাত তার গরু ও ছাগল নিতে আসেননি এডভান্স করা টাকাও ফেরত দিতে আসেননি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE