মনপুরায় ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ইউএনও’র উদ্যোগে শুকনো খাবার বিতরণ

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল বিকাল ৩টা থেকে বিভিন্ন জায়গায় বেড়ী ভেঙে পানি প্রবেশ করে।

জোয়ারের পানি প্রবেশ করার ফলে ক্ষতিগ্রস্থ হয় উপজেলার দাশেরহাট, সোনার চর, সাকুচিয়া,মিয়াজমির শাহ, ফৈজুদ্দিন,রামনেওয়াজ,জংলার খাল, তুলাতলীসহ বিভিন্ন এলাকা।।

অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ করার ফলে উপজেলার অনেক মানুষের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে সড়িয়ে নেয় সিপিপি ও প্রশাসনের সদস্যরা।

আজ বিকালে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শনে যান উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।
এসময় তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্থদের ঘরে ডুকে ঘরগুলো পরিদর্শন করেন ও লোকজনদের থেকে তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হন।

পরবর্তীতে তিনি দাশেরহাট, সোনারচর,মিয়া জমির শাহ বাজার,জংলারখালসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। পরে সরকার থেকে তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মনপুরা উপজেলার টিম লিডার এরফান উল্ল্যাহ চৌধুরী,সিপিপির ওয়্যারল্যাস অপারেটর শহিদুল ইসলাম।

উল্লেখ্যঃ মনপুরায় রেমালের প্রভাবে ‘সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৩৮টি এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ২৪০৬টি। এছাড়াও ফসলের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ২হেক্টর।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE