দৌলতখানে নির্বাচনী মাঠে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা, সুষ্ঠু নির্বাচনের দাবি।।

ডেস্ক রিপোর্ট

ভোলা জেলার দৌলতখান উপজেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে গতরাত থেকে উপজেলা পরিষদ নির্বাচনী সকল প্রচার প্রচারণা শেষ হয়েছে। উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত কোন প্রার্থী অংশগ্রহণ না করায় এককভাবেই মাঠে রয়েছে আওয়ামী লীগের ৪ হেভি ওয়েট প্রার্থী । তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আগামীকাল শুরু হবে দৌলতখানে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা, চলছে ভোটারদের কাছ থেকে ভোট ভোট নেওয়ার নানা প্রতিশ্রুতি। স্থানীয় সূত্রে আশঙ্কা করা হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে সকলেই হেভিওয়েট প্রার্থী হওয়ায় সমর্থকদের মধ্যে বাড়তে পারে ভয়াবহ সংঘর্ষ। সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মোট ৫৬টা ভোটকেন্দ্রে মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সনাক্ত করে বিশেষ প্রশাসনিক টিম গঠন করার জন্য সর্ব মহলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।

প্রিয় পাঠক ভোটের কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে মাঠে থাকছে আমাদের ভোলা নিউজের বিশেষ টিম, সাথে থাকুন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE