চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ৩০ পিস ইয়াবাসহ তালহা হাওলাদার (৩০), মেহেদী হাসান (২৪) এবং মো. মিন্টু বেপারী (২৯) নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুলারহাট থানার চরতোফাজ্জল ৩ নম্বর ওয়ার্ড দুলারহাট বাজারের উত্তর মাথাসংলগ্ন চৌরাস্তায় চেকপোস্টে ডিউটি চলাকালীন ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।এসময় একটি মাইক্রোবাস আটক করে দুলারহাট থানা পুলিশ।গ্রেপ্তার তালহা হাওলাদার ভোলা সদর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরন হাওলাদারের ছেলে, মেহেদী হাসান একই এলাকার বাসিন্দা মো. সিরাজের ছেলে এবং মো. মিন্টু বেপারী মেহেন্দীগঞ্জ থানার খারকি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির বেপারীর ছেলে।দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, রোববার পুলিশের ডিউটি চলাকালীন দুলারহাট থানায় কর্মরত এসআই মো. মুছা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানাধীন চর তোফাজ্জল ৩ নম্বর ওয়ার্ডস্থ দুলারহাট বাজারের উত্তর মাথাসংলগ্ন চৌরাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালীন ৩০ পিস ইয়াবাসহ তালহা হাওলাদার, মেহেদী হাসান ও মো. মিন্টু নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদেরকে বহন করা একটি NOAH মাইক্রোবাস আটক করে দুলারহাট থানা পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
ভোলা নিউজ / টিপু সুলতান