বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত বলেন, একটি ন্যায্য সমাজ গড়তে হলে সাধারণ মানুষের সংগ্রামকে শ্রদ্ধা করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
আজ মঙ্গলবার সকালে ভোলার নাজিউর রহমান কলেজ আয়োজিত ” রাজনীতি ও সামাজিক ন্যায়বিচার ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. আশিকুর রহমান শান্ত এসব কথা বলেছেন।
এসময় ড.শান্ত আরও বলেন,সংগ্রাম ও সহস ছাড়া সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সমাজের সাধারণ মানুষকেই সংগ্রাম করতে হয়। কখনো কখনো আপন মানুষদের বিরুদ্ধেও সংগ্রাম করতে হয়। সংগ্রামের মধ্য দিয়েই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, রাজনীতিবিদদেরকে মানুষের কথা ভাবতে হবে। মানুষের উন্নয়নের কথা ভাবতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তা হলেই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
নাজিউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মিসেস রেবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি হালদার এবং কলেজের শিক্ষক পরিষদের সদস্য সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন প্রমূখ।
এ সময় জেলা যুবলীগের অন্যতম নেতা আমিনুল ইসলাম সংগ্রাম,জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাজিব হাসান লিপু,হাবিবুর রহমান সাবু চেয়ারম্যান,আরিফুর রহমান রুমন, ওমর খৈয়াম মামুন, মামুন হাওলাদার, এ জেড এম মনিরুল ইসলাম, এডভোকেট গিয়াসউদ্দিন, মনিরুল ইসলাম, ফয়সাল বাবু, নওশাদ হোসেন মুন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্ত প্রমূখ।
ভোলা নিউজ / টিপু সুলতান