ভোলায় কাঁকড়া ট্রলি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।।

নিউজ ডেস্ক।। ভোলায় মোটরসাইকেল ও (কাঁকড়া) ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ভোলা-ভেদুরিয়া ফেরিঘাট এলাকার ধানসিড়ি মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেজেন্দিগঞ্জ উডজেলার সেলিমাবাদ এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সোহেল (২৬) ও শান (২২)।

ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও দুই মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাঁকড়া ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে দুই সহোদর মোটরসাইকেল নিয়ে পরানগঞ্জ বাজার থেকে ভেদুরিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ভেতুরিয়া সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোকেল ও শাওন মারা যায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE