টিপু সুলতান।। ভোলার বাংলাবাজার বাসের চাপায় স্বপন (২৮) নামের এক যুব নিহত৷ আজ বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার উপর দিয়ে ভোলা থেকে চরফ্যাশন যাওযার পথে খেজমত নামে বাসের নিচে চাপা পরে।ঘটনার প্রতেক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাবাজার আওয়ামীলীগ অফিস সংলগ্ন চাল ভরা একটি ট্রাক থেকে চাল অপসারণ করছেন। এমন সময় ঐ ট্রাকে থাকা হেল্পার স্বপন বস্তা তুলতে গিয়ে হঠাৎ সড়কে ছিটকে পরে বাসের চাপায় গুরুতর আহত হয়৷ পরে স্থানীয়রা ভোলা সদর হাসপালে পাঠালে কিছুক্ষণ পরে মৃত্যু হয়। নিহত স্বপন নওগাঁ জেলার মোকাররম আলীর ছেলে।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির।
ভোলা নিউজ / টিপু সুলতান