কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে শুভেচ্ছা জানাতে ভোলায় ছাত্রলীগের আনন্দ মিছিল ।।

নিউজ ডেস্ক।।

সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিল করেছে ভোলা জেলা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক এর নেতৃত্বে এই মিছিল বের হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাদ্দাম ইনান পরিষদ সবার সেরা পরিষদ, এই স্লোগানকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় আনুমানিক ৬ টার দিকে বাংলা স্কুল মোর থেকে বিজয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগের কার্যালয় এর সামনে এসে শেষ হয় বিজয় মিছিল । এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল সহ অন্যান্য নেতাকর্মিবৃন্দ ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE