মনজু ইসলাম।। ভোলায় এলজিএসপি -৩ এর আওতায় ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ন্যাপকিন বিতরণ করা হয়। আজ বুধবার ১০নভেম্বর বেলা ১০টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাট এলাকার উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩’শ ছাত্রীদের মাঝে এই ন্যাপকিন বিতরণ করা হয়। এতে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা রেজিন মুন্নি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিলেটর ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি সচিব নিয়াজ সুমন, উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সহ ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।