আরিয়ান আরিফঃপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে গরীব ও দুঃস্থদের মাঝে (আর্থিক) সহায়তা প্রদান করছে বাপ্তা সমাজ সেবা সংগঠন।সোমবার (১০ই মে) বাপ্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরীব ও দুঃস্থ পরিবারে মাঝে বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা প্রদান করা হয়।বাপ্তা সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা জি,এম ছানাউল্লাহ বলেন, আমাদের সংগঠনটি বিভিন্ন কার্যক্রম আলোকিত করে তুলছে পুরো বাপ্তা ইউনিয়ন কে।আমাদের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের অবহেলিত, সুবিধাবঞ্চিত নিম্নআয়ের ও পিছিয়ে পড়া মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা জয় করেছেন এই সংগঠনের কর্মীরা।গরিব-দুঃখীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ,গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান বৃক্ষরোপণ কর্মসূচি, দেশের বিভিন্ন দুর্যোগ মুহূর্তে খাদ্য সহায়তা প্রদান সহ পুরো বছরজুড়ে সংগঠনটি মানব সেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনের কর্মীদের মাসিক চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান অর্থের উৎস হিসেবে সংগ্রহ করা হয়ে থাকে।সার্বিকভাবে সহায়তা করেন,বাপ্তা সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা জি,এম ছানাউল্লাহ,আমির হামজা, রুবেল ফকির, ইব্রাহীম, ফারুক।