প্রানের ছায়া সংগঠনের পক্ষ থেকে ভোলায় ঈদ সামগ্রী বিতরণ

 

 

আরিয়ান আরিফঃঢাকাস্হ অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রানের ছায়া নামক সংগঠন পক্ষ থেকে ও চেউয়াখালী সোস্যাল ক্লাবের সার্বিকতত্বাধনে ভোলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (১০ই মে) ভোলা সদর উপজেলাস্থ বাপ্তা ও ধনিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , প্রানের ছায়া সংগঠনের পক্ষে ড. শহীদুল খান মাদানী, মাওলানা হেলাল উদ্দিন, চেউয়াখালী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ নেছার উদ্দিন , আলহাজ্ব শাজাহান ফরাজী,মোঃ হোসেন ফরাজীসহ এলাকার গনমান্য ব্যাক্তিগন ও চেউয়াখালী সোস্যাল ক্লাবের সদস্যগন।এসময় প্রানের ছায়া সংগঠন এর পক্ষো চেউয়াখালী সোস্যাল ক্লাবের প্রধান উপদেষ্টা ড. শহীদুল্লাহখাঁন মাদানী বলেন, নিজের ঘরে ঈদ উপলক্ষে আনন্দ উৎসব চলবে অথচ আমার এলাকার অনেকের ঘরে ঈদ সামগ্রী থাকবে না। তা কি করে সম্ভব তাই সকলের প্রচেষ্টায় ঈদ সামগ্রী সকল অসহায় মানুষের কাছে পোঁছে দেওয়ার চেষ্টা আমরা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।যাদের সামার্থ আছে তাদের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান

SHARE