ভোলায় ভাষা শহীদদের প্রতি ছাত্র ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা

 

 

আরিয়ান আরিফঃআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভোলা সদর উপজেলায় ছাত্র ও যুব অধিকার পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করল ভাষা শহিদদের প্রতি। একুশ মানে মাথা নত না করা,একুশ মানে নিজের অধিকার আদায়ে পিছ পা না হওয়া। আজকের এ দিনে ভাষার জন্য যারা প্রাণ দিয়ে ইতিহাস রচনা করে গিয়েছেন তাদের আত্মত্যাগের মহিমা তখনি স্বার্থক হবে যখন বাংলা ভাষাকে সবাই ভালো বাসবে এবং শুদ্ধ ভাষা চর্চায় নিজেদের আত্মনিয়োগ করবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কালে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ এর জেলা সমন্বয়ক গাজী ইমরান। ছাত্র অধিকার পরিষদ এর আসমাউল হুসনা হ্যাপি সহ যুব এবং ছাত্র অধিকার পরিষদ এর সদস্যবৃন্দ। এসময় শ্রদ্ধা জানাতে এসে বক্তারা বলেন ভাষার অপব্যবহার রোধে সরকারাে আরো যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। নচেৎ এর ফলে আমাদের ভাইয়েরা যে ভাষার জন্য রক্ত ঝড়িয়েছে তার ফল বিথা যাবে।

SHARE