ভোলায় জুমা বাদ মসজিদে মসজিদে বিক্ষোভ

 

 

 

মোঃ আরিয়ান আরিফ

ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অবমাননার প্রতিবাদে আজ জুমার পর ভোলা জেলার বিভিন্ন স্থানের মসজিদগুলোতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। ভোলা সদরে জুমার নামাজের পর ভোলা হাটখোলা জামে মসজিদের সামনে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা এসে জড়ো হয়। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড, বাংলা স্কুল মোর হয়ে নতুন বাজারে এসে শেষ হয়।এসময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন রাসুল সঃ আমাদের জীবন হতেও প্রিয়। তার নামে কটুক্তি, তাকে ব্যাঙ্গ করলে আমাদের হৃদয় থেকে রক্ত ক্ষরন হয়। জীবন থাকতে আমরা এটা মেনে নিতে পারব না। এ সময় বক্তরা মুসলিম উম্মাহের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।পরে দোয়া মুনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন জামিরালতা ফাজিল মাদ্রাসার মুহাদ্দিস মাও আবু জাফর।এসময় দল মত নির্বিশেষে বহু ধর্ম প্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

SHARE