পটুয়াখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন

পটুয়াখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন

 

মোঃ সোহাগ হোসেন ঃ

পটুয়াখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস -২০২০ উৎযাপন করা হয়েছে । এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসন উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, কাউন্সিলর কাজল বরন দাস, কাউন্সিলর দেলেয়ার হোসেন আকন, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান তানভীর আহমেদ প্রমুখ। প্রধান অতিথি বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের জাতীয় নীতিমালা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজন যেমন পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিষ্ট্রেশন, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিসহ আরও অসংখ্য সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ অতি গুরুত্বপূর্ণ।

SHARE