ভোলায় উপকূল ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

 

 

 

মনজু ইসলাম ঃ

“ঈদ হোক নিরাপদে মাস্ক পরি সকলে” এই স্লোগানে ফ্রি মাস্ক বিতরণ করেছে উপকূল ফাউন্ডেশন। ৩১ জুলাই রোজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে উপকূল ফাউন্ডেশনের ভোলা সদর উপজেলা ইউনিট আসন্ন কোরবানির ঈদে দেশের সকল মানুষের নিরাপদ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভোলা সদর উপজেলায় এই কর্মসূচী পরিচালনা করেন। নিয়মিত মাস্ক পরার অভ্যাস ও হাত জীবাণুমুক্ত রাখার জন্য জন সচেতনতা গড়ে তুলতে স্বেচ্ছাসেবীরা আহবান জানান। করোনাকালীন সমাজজীবন মমতার বন্ধনে গড়ে তুলতে নিরাপদ স্বাস্থ্যবিধি এবং নিরাপদ শারীরিক দুরুত্বে থাকারও আহবান জানান। নিয়মিত মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে উপকূল ফাউন্ডেশন এর সেচ্ছ্বাসেবীগণ ভোলা সদরের বিভিন্ন স্থানে সর্বসাধারণে উদ্বুদ্ধ করবেন। উপকূল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরী এ কর্মসূচীর সূচনা করেন। সরকারী শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক মো ইকবাল হোসাইন, ভোলা জেলা ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার দীনার পরিচালনায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে এ সময়ে উপস্থিত ছিলেন তানজিরুল ইসলাস রাফে, জয়দেব চন্দ্র দে, আলামিন, অজিত দাস, সবুজ, সোহেলসহ অন্যান স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে এই কর্মসূচী বাস্তবায়ন করেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আহবান জানান করোনাকালে মাস্ক পরে জীবন বাঁচাই, সমৃদ্ধ উপকূলে জীবন হাসাই। সমৃদ্ধ উপকূল মুক্তির হাসিতে হাসুক, পুরো দেশ; পুরো পৃথিবী।

দেশের উপকূলের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমৃদ্ধ উপকূলে মুক্তির হাসি”এই স্লোগানে ২০১৮ সাল থেকে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে আসছে উপকূল ফাউন্ডেশন। ভোলা সদর উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবীরা চলতি বছরে পাঁচ হাজার তালের বীচি রোপন কর্মসূচী বাস্তবায়নে তালের বীজ সংগ্রহেও কাজ করছে।

এছাড়াও বোরাহউদ্দিন, দৌলতখান, ককুন্জেরহাট সসহ ভোলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী ইউনিট এ কর্মসূচী পালন করেন।

SHARE