।। তাইফুর সরোয়ার।।
করোনায় আক্রান্ত ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলামের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজ দুপুরে এডভোকেট মোঃ মনিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতির দিকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে বর্তমানে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
গত ২ জুলাই থেকে ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম শারীরিক ভাবে অসুস্থ অনুভব করেন। করোনা উপসর্গ থাকায় তিনি গত ৭ জুলাই ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১১ জুলাই প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন ভোলা জেলা সিভিল সার্জন। এর পর থেকে তিনি বাড়িতে আইসোলেসনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।