মোঃ আরিয়ান আরিফ।।
ভোলায় গত ২৪ ঘন্টায় ১৯ জন আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।ভোলা সদরে ৮ ,চরফ্যাশন ৩, মনপুরা ৩, বোরহানউদ্দিন ২ ও লালমোহন ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে।
ভোলার লালমোহন উপজেলায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আলমগীর হোসেন (৫০) নামের এক ব্যাক্তির শরীরে ক্যাভিড-১৯ শনাক্ত হয়েছে। নিহত আলমগীর উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা। সে গত শুক্রবার করোনার উপসর্গ নিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রবিবার তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকা ল্যাবে পাঠানো হলে বুধবার রাতে রিপোর্ট পজেটিভ আসে।