ভোলা চরফ্যাশনের ওসমানগন্জে আসছেন মুফতি আমির হামজা

মাহিয়া হিমেল #
ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগন্জ ইউনিয়নের হাসানগন্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে আজ ১১ ফেব্রুয়ারি আসছেন উপমহাদেশের জনপ্রিয় বক্তৃতা ও লাখ লাখ লোক যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন মুফতি মাওলানা আমীর হামজা। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের ইসলামী সংগীতের প্রখ্যাত শিল্পী, সুরকার ও গীতিকার এড, রোকোনুজ্জামান।
মাহফিলে সভাপতিত্বে করবেন ওসমানগন্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম ফোটন এবংসার্বিক তত্বাবধানে থাকবেন চরফ্যাশন উপজেলা ছাএলীগের সাবেক সফল সভাপতি প্রভাষক মো : ইউছুফ হোসেন ইমন।
এদিকে মুফতি আমীর হামজার চরফ্যাশনে আগমনের খবর শুনে তাফসির প্রেমীদের মধ্যে ব্যাপক প্রচারণা চলছে। প্রচারণার ধরন হচ্ছে শত শত ভক্ত মুফতি আমীর হামজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে বন্ধুদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন।

উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে যে কয়েকজন বক্তা কিচ্ছা নির্ভয় নয় কেবল কুরআনের শিক্ষাকে বাস্তবতার সাথে তুলে ধরে তাফসির করছেন। মুফতি আমীর হামজা তাদের মধ্যে শীর্ষে আছেন। ফলে তার মাহফিলে লাখ লাখ লোক সমাবেত হয় তাফিসর শুনতে। মানুষ এখন আজগুবি কিচ্ছা নয় বাস্তব তাফসিরে আগ্রহী।

SHARE