আজ রাতে ভোলার আসিফ আলতাফ আসছেন ইটিভির মিউজিক এক্সপ্রেসে

মনজু ইসলাম /টিপু সুলতানঃ

আজ শনিবার রাত ১০ টা ৩০ মিনিটে একুশে টিভিতে মিউজিক এক্সপ্রেসে আসছেন ভোলার প্রিয় মানুষ সাবেক পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোশারফ হোসেন শাজাহান এর সুযোগ্য সন্তান বাংলাদেশের একজন গুনি শিল্পী আসিফ আলতাফ। একুশে টিভির জনপ্রিয় মিউজিক এক্সপ্রেস অনুষ্ঠানটির প্রডিউসার হিসেবে রয়েছেন সিফাত তন্ময়। আজ শনিবার রাত সাড়ে ১০ টার গানের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রন জানিয়েছেন মিউজিক এক্সপ্রেসের প্রজোজক পরিচালকসহ কলাকৌশলীরা।

SHARE