আল মাহামুদঃ-
অবশেষে ভোলা সদর থানার ওসি ছগির মিয়ার বদলী আদেশ জারি হয়েছে বলে জানিয়েছেন ভোলার দ্বায়িত্বশীল পুলিশ সুপার। তিনি দীর্ঘদিন যাবত ভোলা সদর থানায় নানা আলোচনা ও সমালোচনা মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। অন্যদিকে নতুন ওসি হিসেবে যোগদান করেন দৌলতখান থানার সাবেক ওসি এনায়েত হোসেন।
এনায়েত হোসেন এর আগে বোহানউদ্দিন থানায় সফলতার সাথে অফিসার ইনচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভোলা সদর মডেল থানায়ও ওসি তদন্ত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ওসি এনায়েত হোসেনের ভোলা সদর থানার অফিসার ইনচার্জ হওয়ায় ভোলার সুসীল সমাজসহ জেলার সামাজিক ও পেশাজীবী সংগঠনেরর নেতারা অভিনন্দন জানিয়েছেন।
ভোলাবাসী আশা করছেন সু-শাসনের নিশ্চিয়তা সহ ঘুষ মুক্ত পুলিশ প্রশাসন পরিচালনায়, ভোলার পুলিশ সুপারের মত ভূমিকা রাখবেন নতুন ওসি এনায়েত হোসেন।