জাবেদ মাহামুদ ফিরোজঃ-
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ইঙ্গিত দেন।
সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট জনসম্পৃক্ত কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায় নতুন উদ্যমে পথ চলার ঘোষণা দেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর লোক ডাকাতির নির্বাচনের পর গুম, খুন এবং সর্বোস্তরের জনগণের ওপর যেভাবে নির্যাতন চলছে তাদের পাশে দাঁড়ায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। ’
জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব ড. কামাল হোসেনের দেওয়ার কথা ছিল উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল বিএনপির গুলশান কার্যালয় থেকে। এতে প্রতীয়মান হয় যে, ঐক্যফ্রন্টের মূল নেতৃত্ব ড. কামাল নয়, বিএনপির কাছেই রয়েছে। ’