তজুমদ্দিন প্রতিনিধি,
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। সে হিসাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিন মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা।
তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছে উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম সাজু, মহিলা আ’লীগ সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা বেগম এবং রোটারিয়ান সদস্য কোহিনুর বেগম শিলা।
স্থানীয় রাজনীতিতে বর্তমান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানদের অভিজ্ঞতা থাকলেও সে তুলনায় কোহিনুর বেগম শিলা একেবারেই নতুন। ফাতেমা বেগম সাজুর রয়েছে রাজনৈতিক মাঠে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাহিরেও দীর্ঘ ১৪ বছর ছিলেন চাঁদপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য।
অন্যদিকে, হাসনা বেগম তৃতীয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের পশাপাশি উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করছেন। তার স্বামী মোফাজ্জল হোসেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান। অপরদিকে উপজেলা আ’লীগের সদস্য ও আইনজীবী শাহাবুদ্দিন গাজীর স্ত্রী সামাজিক সংগঠন রোটারিয়ান সদস্য কোহিনুর বেগম শিলা।
তিন প্রার্থীই উপজেলার সর্বত্রই সমান তালে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা। তিন প্রার্থীর মধ্যে কে হচ্ছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭শত ২৭ জন। উল্লেখ্য বিএনপি উপজেলা নির্বাচনে ভোট বর্জন করায় এ উপজেলায় বিএনপি’র কোন প্রার্থী নেই।
(আরজে, ২৭ফেব্রু-২০১৯ইং)