ভোলা প্রেসক্লাবে কাল বাংলানিউজের জন্মদিনেরর আয়োজন

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-৩০.০৬.১৮

আগামিকাল বাংলাদেশের সনামধন্য অনলাইন পোটাল বাংলানিউজের জন্মদিন । এ উপলক্ষে ভোলা জেলা প্রতিনিধি ছোটন শাহা ভোলা প্রেসক্লাবে আলোচনা ও কেককাটার আয়োজন করেছেন। সকল শুভান্ধ্যায়ীদের আগামিকাল সকাল ১০ টায় ভোলা প্রেস ক্লাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ভোলা প্রতিনিধি ছোটন শাহা।

SHARE