জয় দেঃ
ভোলা নিউজ.কম-১৬.০৫.১৮
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় পারভেজ নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
বুধবার (১৬ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের মানিকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজের বাড়ি নোয়াখালী। তিনি দৌলতখান উপজেলায় বসবাস করতেন বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার ভোলানিউজকে জানান, দুপুরে মানিকারহাট এলাকায় দ্রুতগামী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নসিমনে থাকা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি