অনলাইন ডেস্ক:ভোলানিউজ.কম,
নড়াইল জেলা কারাগারে দুই হত্যা মামলার আসামি আব্দুল করিম আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল করিম লোহাগড়া উপজেলার কোলা গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। সবজু, জাকির, জাহিদসহ আরো কয়েকটি নাম রয়েছে তার (করিম)।
জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, সকালে আব্দুল করিম কারাগারের ভেতরে কলাপসিবিল গেটে শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন। অন্য আসামিরা দেখে কারা কর্তৃপক্ষকে খবর দিলে তাকে উদ্ধার করে সকাল ৯টা ৪০মিনিটে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার আরো জানান, আব্দুল করিম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন সময় অন্য আসামিদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করত। তাকে কয়েকবার চিকিৎসাও দেয়া হয়েছে। হত্যা মামলায় ২০১৫ সালের ২৬ ডিসেম্বর থেকে কারাগারে আছেন করিম। তার নামে নড়াইলের নড়াগাতি এবং গোপালগঞ্জ থানায় আলাদা দুটি হত্যা মামলা রয়েছে।
ময়নাতদন্ত শেষে করিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফতাব উদ্দিন জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
(আল-আমিন এম তাওহীদ, ১৬মে-২০১৮ইং)