মোঃ ইমরান হুসাইন মুন্নাঃ
চার বছর ধরে বিনাবিচারে বরিশালের সেইভ হোমে বিনা বিচারে আটক রয়েছে ভোলার শিশু খাদিজা। ৫৪ ধায়ায় ২০১৬ সালে আটক হলেও এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট দেননি তদন্তকারী কর্মকর্তা।
২০১৬ সালের ১৯ শে আগস্ট সহরের আলিয়া মাদ্রাসা সড়ক থেকে ৫৪ ধারায় ১১ বছরের এই শিশু মেয়েটিকে আটক করে ভোলা সদর থানা পুলিশ, আটকের পরদিন তাহাকে ভোলা শিশু আদালতে চালান করে পুলিশ, ভোলার শিশু আদালতের জাজ শুনানী শেষে মেয়েটিকে প্রেরন করে বরিশাল সেফহোমে। সে থেকে অদ্য পর্য্যন্ত আটক আছেে, সে সময় জিডিতে মেয়ের নাম খাদিজা, পিতা মৃত: ইউসুফ আলী বেপারী বলে জানান, ভোলা সদর থানার পুলিশ, জিডিতে আলীনগর ইউনিয়নের আলী নগর ৯ নং ওয়াডের মেম্বার হারুনুর রশিদ জার মোবাইল নং ০১৭১৮৯২৮৫০৫ ও উল্লেখ আছে, অবশেষে এডভোকেট সুজন কৃস্নদে এর আবেদনের প্রেক্ষীতে ভোলার শিশু বান্ধব জাজ ডাঃ এবিএম মাহমুদুল হক, আগামী ১৯ মার্চ শুনানীর দিন ধার্য্য করেন। এড: সুজন কৃস্নদে জানান ধারনা করা হচ্ছে শিশু ভিকটিমের ওয়ারিশী সম্পত্তী হাতিয়ে নেওয়ার অসৎ উদ্ধেশ্যে, ১১ বছরের শিশু মেয়েটিকে পাগল সাভ্যস্ত করিয়া ভোলা সদর থানা পুলিশের কাছে সপর্ধ করেন।