স্পোর্টস ডেস্ক।। দলীয় ১২ রানের মাথায় সাঝঘরে ফিরলেন বাবর আজম। ইনিংসের তৃতীয় ওভার, মুস্তাফিজের দ্বিতীয়। অফ স্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান বাবর। বল আসে একটু থেমে, ব্যাটের কানায় লেগে ছোবল দেয় স্টাম্পে। ৫ বলে ১ রানে আউট বাবর। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে চাপে পড়া টাইগাররা ১০৮ রান করতে সক্ষম হয়েছে। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ দল ১০৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তানকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও ব্যাটিং ব্যর্থতা। ২ ওপেনার যথারীতি ব্যর্থ। মাঝে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত একটু আশার আলো দেখান। এই দুজন আউট হলে আর রানটা এগোলোই না বাংলাদেশের। প্রথম ম্যাচের চেয়েও কম রানের সংগ্রহ বাংলাদেশের। আজ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।